ভারত ও পাকিস্তান এর মধ্যে চলমান ঝুঁকি পূর্ণ অবস্থার জন্য বলিউড সিনেমা নির্মাতা অভিষেক জাওকার পাকিস্তানী অভিনেত্রী মাওরা হোকেন কে তার পরবর্তী প্রজেক্ট থেকে বাদ দিয়েছেন।
মাওরা হোকেন গত বছর ‘সানাম তেরি কাসাম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে নিজের অভিষেক করেন। সিনেমাটি খুব একটা ব্যাবসা সফল না হলেও বলিউড বোদ্ধারা এই পাকিস্তানী অভিনেত্রীর বেশ সুনাম করেন। সিনেমাটির গান গুলো বেশ ভালো চলে। পরিচালক অভিষেক জাওকার তাকে উনার আপকামিং সিনেমাই নেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেন।
কিন্তু পরবর্তীতে এই পরিচালক নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন। তিনি বলেন, ‘আমি আমার পরের সিনেমার জন্য পাকিস্তানী কোন অভিনেতা বা অভিনেত্রী কে নিয়ে কাজ করছি না এবং ভবিষ্যতে কাজ করার কোন পরিকল্পনাও নেই। হ্যাঁ, আমি মাওরা হোকেন কে আমার পরবর্তী সিনেমায় প্রাধান চরিত্রে নিয়ে কাজ করার পরিকল্পনাই ছিলাম কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যে অবস্থা বিরাজ করছে তা দেখে আমি সরে এসেছি।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয়েছে এবং আমি জোর দিয়ে বলছি এই মুহূর্তে আমার দেশ ও দেশে সৈন্যদের পাশে থাকায় উচিৎ।’